চট্টগ্রাম সীতাকুণ্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিক আহত
চট্টগ্রাম সীতাকুণ্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিক আহত
সীতাকুণ্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য সাংবাদিক অশোক দাস (৩৬) গুরুতর আহত হয়েছে।
রবিবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার পৌরসদরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত অশোক দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি “ঢাকা টাইমস” নামে একটি অনলাইন পোর্টালের সীতাকুণ্ড প্রতিনিধি।
আহত সাংবাদিক অশোক দাস জানান, সন্ত্রাসী কামরুল ও তাঁর ৮/১০জন অনুসারী নিয়ে আমাদের দোকান দখল করতে আসে। এসময় সন্ত্রাসী কামরুল ও তাঁর অনুসারীদের দোকানে প্রবেশে বাঁধা দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে আমার উপর অর্তকিত চুরিকাঘাত করে। হামলাকালে আমার আর্তচিৎকারে আমার কাকি মা রত্না দাশ ছুটে এলে সন্ত্রাসীরা তাঁকেও এ্যালোপাথারি পিটিয়ে আহত করে। হামলার একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সাংবাদিকের উপর হামলার বিষয়টি বাজার কমিটির মাধ্যমে আমি জানতে পেরেছি। এ ব্যাপারে আহত সাংবাদিক বাদি হয়ে মামলা দায়ের করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ ইদিলপুর গ্রামের বাসিন্দা স্বপন দাশের পৌরসদরে অবস্থিত তার একটি দোকান একই গ্রামের কামরুল ভাড়ায় নেয়। কিন্তু অনেক বছর দোকান ভাড়া পরিশোধের পর হঠাৎ করে জাল দলিল বানিয়ে কামরুল স্বপনের দোকানের জায়গাটি খরিদ করে নেয় বলে ভাড়া দেয়া বন্ধ করে দেয়। স্বপন এই দলিলকে জাল দাবী করে আদালতে মামলা করে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনভেষ্টিগেশন ব্যুরো (পিআইবি)কে তদন্ত করার জন্য নির্দেশ দেয়।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`