চট্টগ্রামে করানায় একদিনে মৃত্যু ১৫, শনাক্ত ৯৩৩
চট্টগ্রামে করানায় একদিনে মৃত্যু ১৫, শনাক্ত ৯৩৩
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। আর শনাক্ত হয়েছেন ৯৩৩ জন। শনাক্তের হার ৩০.৫২ শতাংশ। এর আগে শনিবার (৭ আগস্ট) জেলায় করোনায় আট জনের মৃত্যু হয়। শনাক্ত হয়েছিল ৯২৮ জন।
রবিবার (৮ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত ১৫ জনের মধ্যে ১০ জন নগরের বাসিন্দা, বাকি পাঁচ জন নগরের বাইরের বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬২১ জন নগরের, বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৩৮ জন।
সে প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে তিন হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষায় ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫১৯ জন ও বিভিন্ন উপজেলার ৪১৪ জন রয়েছেন।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে- লোহাগাড়ার ১১ জন, সাতকানিয়ার ৩৭ জন, বাঁশখালীর ১০ জন, আনোয়ারার ১৫ জন, চন্দনাইশের ১৮ জন, পটিয়ার তিন জন, বোয়ালখালীর ৫৭ জন, রাঙ্গুনিয়ার ৮০ জন, রাউজানের ৬৯ জন, ফটিকছড়ির ১০ জন, হাটহাজারীর ৭১ জন, সীতাকুণ্ডের ১৮ জন, মিরসরাইয়ের সাত জন ও সন্দ্বীপের তিন জন রয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৫২১ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৬৬ হাজার ৮৯৪ জন, বিভিন্ন উপজেলার ২৩ হাজার ৬২৭ জন রয়েছেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`