ফ্রন্টডেস্কের সাড়ে ২১ কোটি টাকার ভ্যাট ফাঁকি, ধরলেন গোয়েন্দারা
ফ্রন্টডেস্কের সাড়ে ২১ কোটি টাকার ভ্যাট ফাঁকি, ধরলেন গোয়েন্দারা
রাজধানীর বারিধারায় ফ্রন্টডেস্ক বাংলাদেশ নামের একটি মানবসম্পদ প্রতিষ্ঠান তথ্য গোপন করে ২১ কোটি ৫০ লাখ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। এই অভিযোগে ভ্যাট গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান।
বারিধারা ডিওএইচএসে ফ্রন্টডেস্ক বাংলাদেশ লিমিটেড নামের প্রতিষ্ঠানটি দেশের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে টেকনিকাল ও সাধারণ মানবসম্পদ সরবরাহের কাজ করছে। ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটি এই সেবা বিক্রি করছেে, এমনটা জানিয়ে ড. মইনুল খান বলেন, তাদের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির গোপন তথ্য ছিলো, তার ভিত্তিতেই ভ্যাট গোয়েন্দার একটি দল বারিধারার অফিসে অভিযান চালায়।এতে ভ্যাট আইনের ৮৩ ধারা প্রয়োগে তাদের প্রাঙ্গনের নিজস্ব কম্পিউটার ও সংরক্ষিত বাণিজ্যিক কাগজপত্র জব্দ করা হয়।
ভ্যাট গোয়েন্দার তদন্তে দেখা যায়, দেশের নামিদামি ব্যবসা প্রতিষ্ঠান এই মানবসম্পদ সেবার গ্রাহক। এদের মধ্যে রয়েছে লাফার্জ হোলসিম, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লি:, মাইক্রো বাংলাদেশ লি:, ফিনটেক সলিউশন লি:, বার্জার পেইন্টস লি:, নোভার্টিস বাংলাদেশ লি:, পিএন্ডজি বাংলাদেশ লি:, অপসোনিন ফার্মা লি:, রবি আজিয়াটা লি:, জুটন বাংলাদেশ লি:, এপিএম গ্লোবাল লজিস্টিক লি:, এমএনএস বাংলাদেশ।
মইনুল খান আরও জানান, এসব তথ্যাদি যাচাই করে দেখা যায় ফ্রন্টডেস্ক প্রকৃত সেবা বিক্রয় মূল্য গোপন করে নামমাত্র সেবা মূল্য তাদের ভ্যাট রিটার্নে দেখিয়ে বিপুল অংকের ভ্যাট ফাঁকি দিয়েছে।
ভ্যাট গোয়েন্দার তদন্তে দেখা যায় ফেব্রুয়ারি ২০১৫ থেকে জুলাই ২০২০ পর্যন্ত ৩২ কোটি ৮৪ লাখ টাকার সেবা বিক্রি দেখানো হয়েছে। এর বিপরীতে তারা ভ্যাট দিয়েছে ২ কোটি ৬৮ লাখ টাকা। কিন্তু জব্দ করা কাগজপত্র অনুযায়ী ফ্রন্টডেস্ক প্রকৃত সেবা বিক্রয় করেছে ১২৯ কোটি ৬৫ লাখ টাকা। এই বিক্রয়ের উপর ভ্যাট দেয়ার কথা ১৯কোটি ৪৫ লাখ টাকার।
শুধু তাই নয়, মানবসম্পদ প্রতিষ্ঠানটি এই পাঁচ বছরে ভ্যাট ফাঁকি দিয়েছে ১৫ কোটি ৭৪ লাখ টাকার। ভ্যাট আইন অনুসারে যথাসময়ে ভ্যাট না দেয়ায় এই ফাঁকির উপর মাসিক ২% হারে সুদ প্রযোজ্য হয়েছে ৫ কোটি ৭৫ লাখ টাকা। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২১ কোটি ৪৯ লাখ টাকা আদায়যোগ্য। ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর ফ্রন্টডেস্কের বিরুদ্ধে ২১ কোটি ৪৯ লাখ টাকা ভ্যাট রাজস্ব ফাঁকির মামলা করেছে।
এই ভ্যাট ফাঁকির দায়ে ন্যায় নির্ণয়নের মাধ্যমে এই রাজস্বের অতিরিক্ত সমপরিমাণ ব্যক্তিগত জরিমানা আরোপ হতে পারে বলে জানান ভ্যাট গোয়েন্দা প্রধান।
ফ্রন্টডেস্ক প্রতিষ্ঠানটি ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের আওতাভুক্ত হওয়ায় ভ্যাট ফাঁকির টাকা আদায় এবং ভ্যাট ফাঁকির অপরাধের ন্যায় নির্ণয়নের জন্য ঢাকা উত্তর কমিশনারেটে পাঠানো হবে বলেও মইনুল খান জানান।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`