শিবিরের এত টাকা কোথা থেকে আসে, প্রশ্ন ছাত্রদলের
শিবিরের এত টাকা কোথা থেকে আসে, প্রশ্ন ছাত্রদলের
![]() |
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এত টাকা কোথা থেকে আসে, এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। শুক্রবার (০৭ মার্চ) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি।
নাছির উদ্দিন নাছির বলেন, বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সারজিসদের ওপর হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি একক ইজারাদার হিসেবে গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেছে। দলটিতে কোনো নতুনত্ব নেই। দলটি অনেক কিছু বিএনপি থেকে কপি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই ছাত্রদলের নাম জড়ানোর দুরভিসন্ধি লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, পূর্বের রেষারেষির জের ধরেই সারজিস আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিষয়টিকে রাজনৈতিক রূপ দেয়ার জন্য তিনি ছাত্রদলকে দায়ী করে পোস্ট দিয়েছে। এ ঘটনায় সময় ছাত্রদলের কোনো নেতাকর্মী উপস্থিত ছিল কিনা তা পর্যালোচনা করা হচ্ছে। এতে ছাত্রদলের কারও কোনো সংশ্লিষ্টতা থাকলে আমরা দুঃখ প্রকাশ করছি।
তিনি আরও বলে, সারজিস আলম ছাত্রদলকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তিনি ও হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন ছোট-খাট ঘটনাতে উদ্দেশ্যপ্রণোধিতভাবে ছাত্রদলের নাম জড়ায়। এ সময় জাতীয় নাগরিক পার্টিতে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

জনপ্রিয়
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- টানা ২য়বারের মত ‘৫ম এমারজিং এশিয়া ইনসিওরেন্স এ্যাওয়ার্ড’ অর্জন করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- ছারছীনা দরবার শরীফের পীরের মৃত্যু
- মেট্রোরেলের ৪ স্টেশন বন্ধ
- টিএসসিতে পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী নিহত
- পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে রণক্ষেত্র শনিরআখড়া
- উত্তরায় গুলিতে আন্দোলনরত ৪ জন নিহত
- কোটা আন্দোলন
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ