বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫ || ২৩ মাঘ ১৪৩১ || ০৪ শা'বান ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু ১২ ফেব্রুয়ারি

অপরাজেয় বাংলা ডেস্ক

২৩:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০২৫

৩২

ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু ১২ ফেব্রুয়ারি

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং শিল্প মেলা। বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এবং ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড যৌথভাবে এই মেলার আয়োজন করছে।

চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় দেশের প্লাস্টিক খাতের যন্ত্রপাতি, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী দেশি-বিদেশি প্রায় ৩৯০টি প্রতিষ্ঠান অংশ নিয়ে প্রদর্শন করবে তাদের পণ্য ও প্রযুক্তি। চীন, ভারত, যুক্তরাষ্ট্র এবং জাপানসহ অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশি প্রতিষ্ঠানের স্টলও থাকবে সেখানে। এবারের মেলায় প্রায় ৮০০টি স্টলে প্রদর্শিত হবে সর্বাধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবনী পণ্য।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ শিল্প মেলা হিসেবে পরিচিত আইপিএফ মেলাটি, বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি এবং বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ২০০৫ সাল থেকে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত