রোববার   ০২ ফেব্রুয়ারি ২০২৫ || ১৯ মাঘ ১৪৩১ || ৩০ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইজতেমার মুসল্লিদের জন্য মেট্রোরেল কর্তৃপক্ষের বিশেষ ঘোষণা

অপরাজেয় বাংলা ডেস্ক

১৮:৫৪, ৩১ জানুয়ারি ২০২৫

৫৫

ইজতেমার মুসল্লিদের জন্য মেট্রোরেল কর্তৃপক্ষের বিশেষ ঘোষণা

ইজতেমায় অংশগ্রহণকারীদের চলাচলের সুবিধার্থে মেট্রোরেলের নিয়মিত কোচগুলোর পাশাপাশি প্রতিদিন ছয়টি বিশেষ কোচ চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।ইজতেমার প্রথম দিন শুক্রবার থেকেই কোচগুলো চালু হয়েছে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ জানিয়েছেন।

তিনি বলেন, “ইজতেমা উপলক্ষে ট্রেন চলাচলের সময় বাড়ানো হচ্ছে না। আগের নির্ধারিত সময়ের মধ্যেই বিভিন্ন সময়ে ছয়টি বাড়তি কোচ পরিচালনা করা হবে। ইজতেমায় ভিড় বিবেচনায় বাড়তি কোচগুলো চলবে, যাতে করে ইজতেমার মাঠে যাওয়া কিংবা আসার ক্ষেত্রে ভোগান্তি কিছুটা কমে।”

টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার থেকে ভোর থেকে শুরু হয়েছে ইজতেমার প্রথম পর্ব, চলবে রোববার পর্যন্ত। এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। বিশ্ব ইজতেমার এই দুই পর্বের তারিখ নির্ধারণ করেছেন তাবলিগ জামাতের শুরায়ে নেজাম বা মাওলানা জুবায়েরপন্থিরা।

আর দিল্লির মাওলানা সাদ কান্ধলভীপন্থিদের ইজতেমা ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে। কিন্তু তাদের অনুমতি না দেওয়ার জোর দাবি জানিয়ে আসছেন জুবায়েরপন্থিরা। তাবলীগ জামাতের জুবায়ের অনুসারীদের অংশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এর আগে বলেন, প্রথম ধাপের ইজতেমায় অংশ নেবেন ঢাকার একাংশসহ ৪১ জেলার মানুষ।

এলাকাগুলো হল– গাজীপুর, গাইবান্ধা, নাটোর, মৌলভীবাজার, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারি, দিনাজপুর, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোণা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজবাড়ী এবং ঢাকার একাংশ।

এরপর দ্বিতীয় ধাপে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি ঢাকার একাংশসহ ২২ জেলার মুসলমানরা ইজতেমায় অংশগ্রহণ করবেন।

এলাকাগুলো হল– যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, নওগাঁ, বান্দরবন ও ঢাকার একাংশ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত