ইজতেমার মুসল্লিদের জন্য মেট্রোরেল কর্তৃপক্ষের বিশেষ ঘোষণা
ইজতেমার মুসল্লিদের জন্য মেট্রোরেল কর্তৃপক্ষের বিশেষ ঘোষণা
ইজতেমায় অংশগ্রহণকারীদের চলাচলের সুবিধার্থে মেট্রোরেলের নিয়মিত কোচগুলোর পাশাপাশি প্রতিদিন ছয়টি বিশেষ কোচ চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।ইজতেমার প্রথম দিন শুক্রবার থেকেই কোচগুলো চালু হয়েছে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ জানিয়েছেন।
তিনি বলেন, “ইজতেমা উপলক্ষে ট্রেন চলাচলের সময় বাড়ানো হচ্ছে না। আগের নির্ধারিত সময়ের মধ্যেই বিভিন্ন সময়ে ছয়টি বাড়তি কোচ পরিচালনা করা হবে। ইজতেমায় ভিড় বিবেচনায় বাড়তি কোচগুলো চলবে, যাতে করে ইজতেমার মাঠে যাওয়া কিংবা আসার ক্ষেত্রে ভোগান্তি কিছুটা কমে।”
টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার থেকে ভোর থেকে শুরু হয়েছে ইজতেমার প্রথম পর্ব, চলবে রোববার পর্যন্ত। এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। বিশ্ব ইজতেমার এই দুই পর্বের তারিখ নির্ধারণ করেছেন তাবলিগ জামাতের শুরায়ে নেজাম বা মাওলানা জুবায়েরপন্থিরা।
আর দিল্লির মাওলানা সাদ কান্ধলভীপন্থিদের ইজতেমা ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে। কিন্তু তাদের অনুমতি না দেওয়ার জোর দাবি জানিয়ে আসছেন জুবায়েরপন্থিরা। তাবলীগ জামাতের জুবায়ের অনুসারীদের অংশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এর আগে বলেন, প্রথম ধাপের ইজতেমায় অংশ নেবেন ঢাকার একাংশসহ ৪১ জেলার মানুষ।
এলাকাগুলো হল– গাজীপুর, গাইবান্ধা, নাটোর, মৌলভীবাজার, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারি, দিনাজপুর, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোণা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজবাড়ী এবং ঢাকার একাংশ।
এরপর দ্বিতীয় ধাপে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি ঢাকার একাংশসহ ২২ জেলার মুসলমানরা ইজতেমায় অংশগ্রহণ করবেন।
এলাকাগুলো হল– যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, নওগাঁ, বান্দরবন ও ঢাকার একাংশ।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`