বুধবার   ২২ জানুয়ারি ২০২৫ || ৮ মাঘ ১৪৩১ || ২০ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মারামারি

অপরাজেয় বাংলা ডেস্ক

১৯:৩৮, ২১ জানুয়ারি ২০২৫

৬৫

বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মারামারি

রাজধানী ঢাকার বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে মারামারির কারণ জানা যায়নি। 

আহতরা হলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার (২১), তেজগাঁও কলেজে জান্নাতুল মিম (২২), আবরার (২২), আলামিন (২৫), আফসার উদ্দিন (২৫), কবি নজরুল কলেজের ছাত্র আসিফ (২৪) ও ডেমরা বড় মাদ্রাসার ছাত্র মাসুদ (২৪)। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আহত আলামিন গণমাধ্যমকে জানান, যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের মতবিনিময় সভা ছিল। সে সময় সমন্বয়কদের সামনেই আমাদের একজন সহযোদ্ধার ওপর হামলা চালানো হয়। সে বিষয়ে আজ কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলতে এলে আমাদের ওপরে হামলা চালানো হয়। এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়ে বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বাংলামোটর থেকে কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছে। তাদের সবার চিকিৎসা চলছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি খবর শুনে মাত্র এসেছি। ঘটনা সম্পর্কে আমি দেখব, জানব; তারপর বিস্তারিত জানাতে পারব।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত