বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ || ২৬ পৌষ ১৪৩১ || ০৭ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডিআইজিসহ ৫ পুলিশ কর্মকর্তা বদলি-রদবদল, একজনের পদোন্নতি

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:৫৮, ৮ জানুয়ারি ২০২৫

৫৩

ডিআইজিসহ ৫ পুলিশ কর্মকর্তা বদলি-রদবদল, একজনের পদোন্নতি

বাংলাদেশ পুলিশের ডিআইজিসহ পাঁচ কর্মকর্তাকে বদলি ও রদবদল এবং একজনের পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার ও আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. ফেরদাউছ হোসেনকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. সরওয়ারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমানকে ডিএমপির যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনামুল হককে ডিএমপির যুগ্ম কমিশনার করা হয়েছে। 

এছাড়া পুলিশের বিশেষ শাখার এ এন এম সাজেদুর রহমানকে হবিগঞ্জের পুলিশ সুপার এবং ঢাকা রেঞ্জের ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. আসলাম শাহাজাদাকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত