রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ || ৭ পৌষ ১৪৩১ || ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রায় দুই মাস পর খুলল বনানী-কাকলী ক্রসিং

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:১৮, ৭ ডিসেম্বর ২০২৪

১৩৫

প্রায় দুই মাস পর খুলল বনানী-কাকলী ক্রসিং

গত অক্টোবর থেকে বন্ধ করে দেওয়া রাজধানীর বনানী-কাকলী ক্রসিং খুলে দেওয়া হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ওই রুটে চলা নাগরিকদের উদ্দেশে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বনানী কবরস্থানের সামনের ক্রসিং   খুলে দেওয়া হয়েছে। এখন থেকে বনানী ২৭ নম্বর রোড দিয়ে কবরস্থান ক্রসিং পার হয়ে এয়ারপোর্টে যাওয়া যাবে। তবে ২৭ নম্বর রোড ওয়ান ওয়ে (একমুখী) করা হয়েছে। 

এতে বলা হয়, কামাল আতাতুর্ক রোড থেকে ২৭ নম্বর হয়ে এয়ারপোর্ট রোডে গাড়ি যেতে পারবে। এয়ারপোর্ট রোড থেকে বনানী ২৭ নম্বর রোডে ঢুকতে পারবে না। 

এছাড়াও বনানী রোড নং ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে), ২৪, ২৬, ২৮ থেকে ২৭ নম্বর হয়ে শুধু এয়ারপোর্ট রোডে যাওয়া যাবে। বনানী রোড নং ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে), ২৪, ২৬, ২৮ থেকে যারা কামাল আতাতুর্ক রোডে যেতে চান তারা ২৩ নং রোড ব্যবহার করতে পারবেন।

এরআগে গত ১৭ অক্টোবর ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সড়কের চাপ সামলাতে ও রাজধানীর যানজট নিরসনে কাকলী বনানী ক্রসিং এর রাইট টার্ন বন্ধ করে দেয়ার কথা জানানো হয়।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত