সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ || ৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মহাখালীতে ট্রেনে ইট ছুড়ছেন শিক্ষার্থীরা, রক্তাক্ত শিশুসহ অনেকে

অপরাজেয় বাংলা ডেস্ক

১৪:৪১, ১৮ নভেম্বর ২০২৪

১০০

মহাখালীতে ট্রেনে ইট ছুড়ছেন শিক্ষার্থীরা, রক্তাক্ত শিশুসহ অনেকে

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় রেলপথ ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে এবং আহত হয়েছেন ট্রেনে থাকা শিশুসহ কয়েকজন যাত্রী।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুম।

এ বিষয়ে রেলওয়ে ঢাকা বিভাগীয় পুলিশ সুপার আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনায় কয়েকজন আহত আছে। এই মুহূর্তে সঠিক সংখ্যাটা বলা যাচ্ছে না।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করে রেখেছে। আপাতত ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে।

এর আগে, কন্ট্রোল থেকে জানানো হয়েছে, ঢাকায় আসার পথে উপকূল এক্সপ্রেসে আন্দোলনকারীরা হামলা চালিয়ে জানালার কাঁচ ভেঙে ফেলেছে। পরে ট্রেনটি পুলিশ পাহারায় সেখান থেকে ঢাকায় আনা হয়েছে।

হামলার ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, আন্দোলনকারীদের পাথরের আঘাতে একজন পুরুষ, মহিলা সরাসরি আহত হয়েছেন। এছাড়া রক্তাক্ত অবস্থায় একজন শিশুকেও দেখা গেছে।

কন্ট্রোল রুম থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাখালী এলাকায় লাইনে ২টি আন্তঃনগর ট্রেন আটকে আছে। এরমধ্যে জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত