বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ || ২৯ কার্তিক ১৪৩১ || ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফ্যাসিবাদ মোকাবিলায় ১৩ সংগঠনের ঐক্য

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:১৯, ১২ নভেম্বর ২০২৪

৮৪

ফ্যাসিবাদ মোকাবিলায় ১৩ সংগঠনের ঐক্য

সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে ঐক্যমতে পৌঁছেছে ১৩টি সংগঠন। জুলাই গণঅভ্যুত্থানের আগে আন্দোলনে অংশ নেওয়া তরুণদের নেতৃত্বে যেসব সংগঠন বিভিন্ন দাবিতে এখনো রাজপথে রয়েছে তাদের এই ঐক্যকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

গতকাল সোমবার রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় ১৩টি সংগঠনের নেতারা বৈঠক করে ঐক্যের সিদ্ধান্ত নেন।

ফ্যাসিবাদবিরোধী ১৩টি সংগঠন হলো জাস্টিস ফর জুলাই, স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (এসএডি), অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, ইনকিলাব মঞ্চ, জুলাই বিপ্লব পরিষদ, পিপলস এক্টিভিস্ট কোয়ালিশন (প্যাক), রক্তিম জুলাই'২৪, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি (স্বারক), বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য, ফ্যাসিবাদবিরোধী ছাত্র জনতা মঞ্চ, নিপীড়নবিরোধী ছাত্র জনতা, বৈষম্যবিরোধী আইটি উদ্যোক্তা কাউন্সিল ও বৈষম্য বিরোধী প্রকৌশলী পরিষদ।

জাস্টিস ফর জুলাইয়ের আহ্বায়ক আরেফিন মোহাম্মদ সমকালকে বলেন, দেখুন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন উপদেষ্টা কারা কীভাবে হচ্ছেন তারা জানেন না। এই সরকারের প্রতি আমাদের সমর্থন ও আস্থার কেন্দ্রবিন্দু হচ্ছে এই সরকারে ছাত্রজনতা ও গণঅভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন আছে। অথচ ছাত্র প্রতিনিধিদের সংগঠনকে অন্ধকারে রেখে যদি সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়, তবে সরকারকে ছাত্র-জনতার কনফিডেন্সে রাখা কঠিন হয়ে পড়বে। ফলে এই সংগঠনগুলো একত্রিত হয়ে আমরা সরকারে ছাত্র-জনতার অভ্যুত্থানের সক্রিয় রিপ্রেজেন্টেশন নিশ্চিত করতে চাই।

আরেফিন বলেন, এই অভ্যুত্থানকে রক্ষা করার জন্য সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করে নতুনধারার রাজনীতি বিনির্মাণে সক্রিয় অংশগ্রহণ করতে চাই। আমরা জুলাইকে ধারণ করে এমন অন্যান্য সব সংগঠনকে এই বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত