ফ্যাসিবাদ মোকাবিলায় ১৩ সংগঠনের ঐক্য
ফ্যাসিবাদ মোকাবিলায় ১৩ সংগঠনের ঐক্য
সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে ঐক্যমতে পৌঁছেছে ১৩টি সংগঠন। জুলাই গণঅভ্যুত্থানের আগে আন্দোলনে অংশ নেওয়া তরুণদের নেতৃত্বে যেসব সংগঠন বিভিন্ন দাবিতে এখনো রাজপথে রয়েছে তাদের এই ঐক্যকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
গতকাল সোমবার রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় ১৩টি সংগঠনের নেতারা বৈঠক করে ঐক্যের সিদ্ধান্ত নেন।
ফ্যাসিবাদবিরোধী ১৩টি সংগঠন হলো জাস্টিস ফর জুলাই, স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (এসএডি), অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, ইনকিলাব মঞ্চ, জুলাই বিপ্লব পরিষদ, পিপলস এক্টিভিস্ট কোয়ালিশন (প্যাক), রক্তিম জুলাই'২৪, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি (স্বারক), বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য, ফ্যাসিবাদবিরোধী ছাত্র জনতা মঞ্চ, নিপীড়নবিরোধী ছাত্র জনতা, বৈষম্যবিরোধী আইটি উদ্যোক্তা কাউন্সিল ও বৈষম্য বিরোধী প্রকৌশলী পরিষদ।
জাস্টিস ফর জুলাইয়ের আহ্বায়ক আরেফিন মোহাম্মদ সমকালকে বলেন, দেখুন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন উপদেষ্টা কারা কীভাবে হচ্ছেন তারা জানেন না। এই সরকারের প্রতি আমাদের সমর্থন ও আস্থার কেন্দ্রবিন্দু হচ্ছে এই সরকারে ছাত্রজনতা ও গণঅভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন আছে। অথচ ছাত্র প্রতিনিধিদের সংগঠনকে অন্ধকারে রেখে যদি সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়, তবে সরকারকে ছাত্র-জনতার কনফিডেন্সে রাখা কঠিন হয়ে পড়বে। ফলে এই সংগঠনগুলো একত্রিত হয়ে আমরা সরকারে ছাত্র-জনতার অভ্যুত্থানের সক্রিয় রিপ্রেজেন্টেশন নিশ্চিত করতে চাই।
আরেফিন বলেন, এই অভ্যুত্থানকে রক্ষা করার জন্য সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করে নতুনধারার রাজনীতি বিনির্মাণে সক্রিয় অংশগ্রহণ করতে চাই। আমরা জুলাইকে ধারণ করে এমন অন্যান্য সব সংগঠনকে এই বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`