শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪ || ১৭ কার্তিক ১৪৩১ || ২৬ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘উচ্ছৃঙ্খল’ রাজধানীর ৩০০ ফিট সড়ক, নিয়ন্ত্রণে যৌথ অভিযান

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:১৯, ১ নভেম্বর ২০২৪

২৭

‘উচ্ছৃঙ্খল’ রাজধানীর ৩০০ ফিট সড়ক, নিয়ন্ত্রণে যৌথ অভিযান

রাজধানীর ৩০০ ফিট মহাসড়কের রাতের মায়াবী দৃশ্য দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন নগরবাসী। তবে গাড়ির বেপরোয়া গতি আর বাইকারদের উচ্ছৃঙ্খল আচরণে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে সড়কটি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে ৩০০ ফিটে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী এবং ট্র্যাফিক পুলিশ। উত্তরা আর্মি ক্যাম্পের প্রায় ৬০ জন সেনা সদস্য এবং ডিএমপির প্রায় ১২ জন পুলিশ এই অভিযানে অংশ নেন।

যৌথ অভিযানের সময় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালান সেনাবাহিনীর সদস্যরা। লাইসেন্স কিংবা হেলমেট বিহীন যাত্রীদের করা হয় জরিমানাও।
 
অভিযান থেকে বাদ যায়নি পুলিশ কিংবা গণমাধ্যম, ভিআইপি কিংবা দামি ব্র্যান্ডের কোনো গাড়িই। গণমাধ্যমের ভুয়া লোগো বহন করা গাড়িকে করা হয় জরিমানা।
 
বেপরোয়া যান চলাচল এবং বাইকারদের গতির প্রতিযোগিতায় অতিষ্ঠ হয়ে গেছেন বলে অভিযোগ করেন সড়কটিতে নিয়মিত যাতায়াতকারীরা। তারা প্রত্যাশা করছেন ‍নিয়মিতিই যেন এমন অভিযান পরিচালনা করা হয়।
 
সেনাবাহিনী বলছে, জরিমানা নয় সচেতনতাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য। এই মহাসড়কটিতে আর যেন কোনো প্রাণ না ঝরে, সে লক্ষ্যে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে। 

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আশিক বলেন, সড়কপথে বিভিন্ন মাদক পাচার, গাড়ির ফিটনেস এবং অন্যান্য বৈধ লাইসেন্স থাকার কথা সেগুলো ছাড়া যারা চলাচল করছে তাদের সতর্ক করা । এ অভিযান নিয়মিত চলবে। আশা করি এর মাধ্যমে সবার কাছে একটা ভালো বার্তা পৌঁছাবে এবং স্বস্তি ফিরবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত