সাত কলেজের সমস্যা সমাধানে ১৩ সদস্যের কমিটি
সাত কলেজের সমস্যা সমাধানে ১৩ সদস্যের কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা সমাধানে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে আগামী ৬ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত কমিটি গঠনের আদেশে বলা হয়েছে, অধিভুক্ত সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা চিহ্নিতকরণ ও নিরসনে সুপারিশ প্রণয়ন; কমিটি আগামী ৬ সপ্তাহের মধ্যে সুপারিশ প্রণয়ন করবে। কমিটি কাজের সুবিধার্থে সদস্য কো-অপ্ট করতে পারবে।
ঢাবি অধিভুক্ত সাত কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা, দ্রুত ফলাফল প্রকাশ, সেশনজট কমানোসহ বিভিন্ন দাবি রয়েছে শিক্ষার্থীদের। এসব সমস্যার সমাধান খুঁজতে এই কমিটি করে মন্ত্রণালয়।
১৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ অনুবিভাগের অতিরিক্ত সচিব। কমিটির সদস্য হিসেবে থাকবেন ইউজিসির প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অধিশাখা (২) যুগ্মসচিব, সাত কলেজের অধ্যক্ষরা এবং সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব।
সম্প্রতি সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে আন্দোলন শুরু করেন। অপরদিকে সাত কলেজকে গলার কাঁটা আখ্যা দিয়ে কলেজগুলো অধিভুক্তি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমন উভয় সংকট সমাধানে কমিটি গঠন করল শিক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`