রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাজার সিন্ডিকেট ভাঙতে ‘ন্যায্যমূল্যে’ সবজি বিক্রি

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:৪৩, ২২ অক্টোবর ২০২৪

১৬২

বাজার সিন্ডিকেট ভাঙতে ‘ন্যায্যমূল্যে’ সবজি বিক্রি

বাজার সিন্ডিকেট ভাঙতে রাজধানীর দুই স্থানে ন্যায্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম শুরু করেছে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এভাবেই শাকসবজি বিক্রি করা হবে বলে জানিয়েছেন তারা।

সোমবার (২১ অক্টোবর) সকাল ৭টা থেকে রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় ও মগবাজারের মধুবাগ এলাকাতে সবজি বিক্রির কার্যক্রম শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন ForumSDA, খোঁজ ফাউন্ডেশন, অদম্য, Face of Bangla, অদম্য, শব্দশূন্য ও ডেমরা গ্রুপ। 

ডেমরার কোনাপাড়ার শাহজালাল রোডে সরজমনি সকালে দেখা যায়, ২০-৩০ জনের একটি দল সবজি বিক্রির এ কার্যক্রম চলছে। এ সময় স্থানীয় বাজারের তুলনায় কম দামে এসব সবজি কিনতে নারী ও পুরুষের দীর্ঘ লাইন ধরতে দেখা গেছে। 

সেখানে কাগজে প্রতিটি সবজির দাম লেখা রয়েছে তারা লাউ প্রতি পিস বিক্রি করছে ৩০ টাকা। জালি কুমড়া প্রতি পিস বিক্রি করছে ৪৫ টাকা। কদবেল প্রতি পিস বিক্রি করছে ২০ টাকা। পটল প্রতি কেজি  ৪০ টাকা। কহি প্রতি কেজি  ৪৮ টাকা। বেগুন প্রতি কেজি ৬০ টাকা। করল্লা প্রতি কেজি ৬৫ টাকা। লতি প্রতি কেজি ৬০ টাকা। ঢেরস প্রতি কেজি ৫০ টাকা। জলপাই প্রতি কেচি ৩০ টাকা। পুইশাক আঁটি প্রতি ২০ টাকা। এবং লেবু হালি প্রতি ১০ টাকা করে।  

বাজার করতে আসা গৃহিনী তামান্না বেগম ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘বাজার করতে বাজারে যাচ্ছিলাম। যাওয়ার পথে ন্যায্যমূল্যের সবজি বিক্রির কার্যক্রম এখান থেকে খুবই স্বল্প মূল্যে এখান থেকে বাজার করে নিয়ে যাচ্ছি। যা যা কিনলাম তাতে কম হলেও আমার ৪০০ টাকা থেকে ৫০০ টাকা সেইভ হয়েছে।’

অটোরিকশাচালক মোহাম্মদ আলাউদ্দিন, দিনমজুর মো. মানিক মিয়া ও আনিস রহমান ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘ এলাকায়  ন্যায্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম শুনে এখানে এসেছি সবজি ক্রয় করতে। বাজারে যে দাম সে তুলনায় এখানে দাম খুবই কম যা আমাদের সাধ্যের মধ্যে। এমন দামে সবজি ক্রয় করতে পারলে আমাদের ঘরের টানাপড়েন কিছুটা হলেও তাদের কমবে। যারা এমন মহান কাজ করছেন তাদের মন থেকে দোয়া করছি।’

স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন (খোঁজ) এর সভাপতি তোফায়েল আহমেদ ইত্তেফাক ডিজিটাল বলেন, ‘বাজারে এখন কোনো কিছু নিয়ন্ত্রণে নেই। গরিবের ক্রয় সীমার বাহিরে সবজির বাজার চলে গেছে তাই সাধরাণ মানুষের কথা বিবেচনা করে সাতটি স্বেচ্ছাসেবী সংগঠন রাজধানীর দুই স্থানে ন্যায্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম শুরু করেছি। সাবার দোয়া ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। সফল আমরা হবই ইনশাআল্লাহ। আমরা দুমড়ে মুচড়ে দিতে চাই সবজি সিন্ডিকেট। এরই মধ্যে আমাদের ন্যায্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম দেখে অনেক পাড়া-মহল্লায় ন্যায্যমূল্যে সবজি বিক্রি শুরু করেছেন। সবজি সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত আমাদের সাধ্য অনুযায়ী এই কাজ কার্যক্রম চলবে।’

বাজার সিন্ডিকেট ভাঙতে ‘ন্যায্যমূল্যে’ সবজি বিক্রি র বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ForumSDA সভাপতি রায়হান হোসেন ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘আমাদের সাতটি স্বেচ্ছাসেবী সংগঠন একত্রে উদ্যেগ নিয়ে রাজধানী দুই স্থানে ন্যায্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম শুরু করেছি দুই দিন ধরে। আমারা প্রান্তিক কৃষকদের থেকে সবজি আনছি এবং এ ছাড়াও রাজধানীর যাত্রাবাড়ী ও কারওয়ান বাজার পাইকারি আড়ৎ থেকে পাইকারি দামে দুই স্থানের জন্য দুই ট্রাক সবজি কিনে আনছি। সবজির ক্রয়কৃত মূল্যের সঙ্গে গাড়িভাড়া যোগ করে সেটাই  ন্যায্যমূল্যে বিনা লাভে জনসাধারণের নিকট বিক্রি করছি। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এভাবেই শাকসবজি বিক্রি করা হবে।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত