শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ || ১৯ পৌষ ১৪৩১ || ০১ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে পিএসসিতে তালা

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:০৯, ৭ অক্টোবর ২০২৪

২৩৪

চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে পিএসসিতে তালা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের দাবিতে দিনভর পিএসসি সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিলো চাকরিপ্রার্থীরা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পিএসসির সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ সময় চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নানা ধরণের শ্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। চেয়ারম্যানসহ সদস্যদের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

পিএসসির কর্মকর্তারা জানান, আজ সকালে প্রায় দুই শতাধিক চাকরি প্রার্থীরা আগারগাঁও পিএসসি কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। দিনভর শিক্ষার্থীরা অবস্থান। এসময়ে পিএসসির চেয়ারম্যান, সদস্যসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরে রাতে আন্দোলনকারীরা তালা খুলে দিলে চেয়ারম্যাসহ সংশ্লিষ্টরা পিএসসির কার্যালয় ত্যাগ করেন।

আন্দোলনকারীরা জানান, বর্তমান পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ সদস্যরা সব বিগত স্বৈরাচার সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত। বিভিন্ন জায়গায় সংস্কারের অংশ হিসাবে অন্যান্যরা পদত্যাগ করলেও পিএসসির সংশ্লিষ্টরা স্ব-পদে রয়েছেন। বর্তমান কমিশনের অধীন সুষ্ঠু কোন নিয়োগ সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। এজন্য অবিলম্বে তাদের পদত্যাগের দাবি জানিয়ে নতুন কমিশন গঠনের কথা বলেছেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত