স্মরণ সভায় বক্তারা
স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন ছিলেন আতাউস সামাদ
স্মরণ সভায় বক্তারা
স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন ছিলেন আতাউস সামাদ
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ১৯৬৯’র গণঅভ্যুত্থান ও ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাংবাদিক আতাউস সামাদের ভূমিকা ছিল অনন্য। স্বৈরাচারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাকে কারাবরণ করতে হয়েছে। তিনি আপাদমস্তক একজন সাংবাদিকতার শিক্ষক ছিলেন। তার অবদান যুগে যুগে তরুণ সাংবাদিকদের পথ দেখাবে।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিক আতাউস সামাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা।
সাংবাদিক রফিকুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তৃতা দেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হোসেন, বিশিষ্ট ছড়াকার আবু সালেহ, দৈনিক আমার দেশের বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের সহ-সভাপতি একেএম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিইউজের সহসভাপতি বাসির জামাল ও আতাউস সামাদের ভ্রাতুষ্পুত্র ইশতিয়াক আজিজ উলফাত।
শওকত মাহমুদ বলেন, আতাউস সামাদ ইতিহাসের বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন। তিনি ৬৯-এর গণঅভ্যুত্থানের অনুঘটক ছিলেন। তিনি ১৯৯৪-৯৫ সালে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি শুধু সাংবাদিকই ছিলেন না, জাতির ক্রান্তিলগ্নে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন।
সোহরাব হোসেন বলেন, আতাউস সামাদ অসাধারণ একজন মানুষ ছিলেন। কিন্তু ব্যক্তিজীবনে ছিলেন অতি সাধারণ। তিনি যা দেখতেন তাই লিখতেন। তিনি বুদ্ধিজীবী হতে চাননি। তিনি ক্ষমতাকে প্রশ্ন করতেন। সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সখ্যতা থাকলেও ব্যক্তিগত কাজে তা কখনো ব্যবহার করতেন না।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`