ডিসেম্বরে ঢাকায় প্রবাসী বাংলাদেশীদের নিয়ে এনআরবি ওয়ার্ল্ড সামিট
ডিসেম্বরে ঢাকায় প্রবাসী বাংলাদেশীদের নিয়ে এনআরবি ওয়ার্ল্ড সামিট
আসছে ২৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে বছরের সবচেয়ে বড় আয়োজন এনআরবি ওয়ার্ল্ড সামিট। প্রবাসী বাংলাদেশী উদ্যোক্তা, ব্যবসায়ীসহ নানা পেশার পেশাজীবীদের পাশাপাশি এই আয়োজনে দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সরকারের নীতি নির্ধারকরাও অংশ নেবেন। ২৬ ডিসেম্বর দিনব্যাপী এই আয়োজন বসবে রাজধানীর শেরাটন হোটেলে।
এনআরবি ওয়ার্ল্ড সামিট- এর আয়োজক প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম গ্লোবাল এনআরবি ওয়ার্ল্ড। সহ আয়োজক হিসেবে আছে, জাতীয় রপ্তানি উন্নয়ন ব্যুরো, গ্লোবাল এনআরবি চেম্বার, বিজনেস আমেরিকা ম্যাগাজিন ও বিজনেস এশিয়া ম্যাগাজিন।
দিনব্যাপী এই সামিটে নানা আয়োজনের পাশাপাশি থাকবে স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, অর্থনীতি, জব সহ বেশ কিছু বিষয়ভিত্তিক সেমিনার। সেসব সেমিনারে কি নোট স্পিকার এবং আলোচক হিসেবে অংশ নেবেন সংশ্লিষ্ট সেক্টরের দেশ ও প্রবাসের বরেণ্য সব ব্যক্তিত্বরা। পাশাপাশি এই আয়োজন থেকে প্রদান করা হবে গ্লোবাল এনআরবি এওয়ার্ডস। বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশীদের গ্লোবাল এনআরবি এওয়ার্ডস প্রদান করা হবে।
গ্লোবাল এনআরবি ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম জানিয়েছেন, আমাদের এবারের এনআরবি ওয়ার্ল্ড সামিটের প্রধান লক্ষ্য হচ্ছে দেশ ও প্রবাসের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধ রচনা। আর বিষয়টি আমরা দ্বিমুখী সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠা করতে চাই। প্রবাসে যারা বড় ব্যবসায়ী এবং উদ্যোক্তা আছেন আমরা যেমন তাদেরকে দেশে বিনিয়োগ করার বিষয়ে উৎসাহিত করার প্রয়াস চালাবো পাশাপাশি বিভিন্ন সেক্টরের দক্ষ প্রবাসী পেশাজীবীরা যাতে দেশীয় উদ্যোক্তাদের কাজে লাগতে পারেন সেই চেষ্টাও থাকবে আমাদের। আর সেজন্যই এই সামিটের আয়োজন। দেশ ও প্রবাসের নানা পেশার মানুষের মাঝে পারস্পারিক নেটওয়ার্কিংয়ের অসামান্য সুযোগ তৈরি করবে এনআরবি ওয়ার্ল্ড সামিট।
আয়োজক সূত্রে জানা গেছে, এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৪ এ প্রায় ৫০টি দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশী অংশ নেবেন। বর্তমানে চলছে চলছে রেজিস্ট্রেশান ও অন্যান্য আনুষাঙ্গিক কাজ। আগ্রহীরা +1 (415) 850-7998 (হোয়াটসঅ্যাপ) এই নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করতে পারবেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`