আনসার সদস্যদের নিরাপত্তা দিয়ে ঘিরে রেখেছে সেনাবাহিনী
আনসার সদস্যদের নিরাপত্তা দিয়ে ঘিরে রেখেছে সেনাবাহিনী
![]() |
রাজধানীর সচিবালয়ে সংঘর্ষের পর আটকে পড়া আনসার সদস্যদের নিরাপত্তা দিয়ে ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা। এর পাশেই অবস্থান নিয়েছে হাজারো বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রোববার রাত সাড়ে ১০টার দিকে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে আরও দেখা যায়, ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষের পর অনেক আনসার সদস্য ঘটনাস্থল ত্যাগ করেছেন। অনেকেই ঘটনাস্থলে আটকা পড়েছেন। তাদের ঘিরে রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় আনসার সদস্যদের পোশাক ছাড়া শুধু গেঞ্জি পড়া অবস্থায় দেখা গেছে।
এর আগে, আনসার সদস্যরা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর চালান। পরে চারিদিক থেকে শিক্ষার্থীদের মিছিল আসায় পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল ত্যাগ করতে শুরু করেন আনসার সদস্যরা। জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন রাস্তা দিয়ে অধিকাংশ সদস্যদের নিরাপদে চলে যেতে দেওয়া হয়। এর মধ্যে অনেক আনসার সদস্য মারধর, লাথি, কিল, ঘুসি আর লাঠিপেটার শিকার হন।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম তাদের ফেসবুক পোস্টে আটক রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে। পরে রাত ৯টায় তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে।

আরও পড়ুন

জনপ্রিয়
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- টানা ২য়বারের মত ‘৫ম এমারজিং এশিয়া ইনসিওরেন্স এ্যাওয়ার্ড’ অর্জন করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- ছারছীনা দরবার শরীফের পীরের মৃত্যু
- মেট্রোরেলের ৪ স্টেশন বন্ধ
- টিএসসিতে পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী নিহত
- পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে রণক্ষেত্র শনিরআখড়া
- উত্তরায় গুলিতে আন্দোলনরত ৪ জন নিহত
- কোটা আন্দোলন
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ