রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ || ২৩ ভাদ্র ১৪৩১ || ০২ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে যা বললেন সাদিক অ্যাগ্রোর মালিক

অপরাজেয় বাংলা ডেস্ক

১৪:০৩, ২৭ জুন ২০২৪

১৭৫

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে যা বললেন সাদিক অ্যাগ্রোর মালিক

আমি একজন ভাড়াটিয়া, তাই উচ্ছেদ অভিযানে আমার কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন সাদিক অ্যাগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসাইন।

রাজধানীর মোহাম্মদপুরে খাল ও সড়কের জায়গা দখল করে সাদিক অ্যাগ্রো ফার্ম প্রতিষ্ঠা করায় বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে সাদিক অ্যাগ্রোর মালিক বলেন, আমি এই জমির মালিক না, একজন ভাড়াটিয়া। তাই উচ্ছেদ অভিযানে আমার কিছু যায় আসে না। আমি অন্য জায়গায় চলে যাব।

তিনি বলেন, সিটি করপোরেশন যে জায়গাটা খাল বলে দাবি করছে, সেটির মালিক আমি না। এই জায়গার মালিক এই স্থাপনার দ্বিতীয়তলায় থাকেন। তিনি তার জায়গায় স্থাপনা করেছেন, আমি নিচতলা ভাড়া নিয়েছি। খাল ভরাটসহ যা কিছু বলা হচ্ছে সবই মালিকের করা। আমার কিছুই না।

তিনি আরও বলেন, আমি তার জায়গা ভাড়া নিয়েছি নিচ তলায়। দ্বিতীয় তলায় যেহেতু তিনি থাকেন এবং সিটি করপোরেশন যদি মনে করে যে এটা ভেঙে দেবে, তো ভেঙে দিতে পারে।

সাদিক অ্যাগ্রোর মালিক বলেন, আমি যে ভাড়া নিয়েছি এটার ডিড (চুক্তি) আমার কাছে আছে। তাই আমি এই জায়গার মালিক বললেই হবে না। আমি খালসহ ভাড়া নিইনি। মালিক যে স্থাপনা বানিয়েছে, সেটির নিচ তলায় আমি ভাড়া নিয়েছি।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত