সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঈদের দিন ৬ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করা হবে: আতিক

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:৫০, ১২ জুন ২০২৪

১৮৬

ঈদের দিন ৬ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করা হবে: আতিক

ঈদের দিন ৬ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (১২ জুন) ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ৩২টি ড্রাম ট্রাক ও ৮টি কম্প্যাক্টর ট্রাক সংযোজন কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

কোরবানির পশুর বর্জ্য অপসারণ প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ডিএনসিসি মেয়র বলেন, ঈদের দিন ৬ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে।

 মেয়র আতিক বলেন, কোরবানির পশুর বর্জ্য তোলার জন্য ১০ লাখ ৪০ হাজার পলিথিন দেয়া হয়েছে নগরবাসীকে। এছাড়া সাথে রয়েছে ডেটল ও ফিনাইল। ঈদের দিন ৯৫০০ কর্মী কাজ করবেন।
৪০টি ডাম্প ও কম্প্যাক্টর ট্রাক উদ্বোধন করে এ মেয়র আরও বলেন, প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি নিজস্ব অর্থায়নে গাড়ি কিনেছে। ৩০ কোটি টাকা দিয়ে গাড়িগুলো ক্রয় করা হয়েছে। এরমধ্যে ভারত থেকে আনা হয়েছে ৩২টি ড্রাম ট্রাক আর ৮টি কম্প্যাক্টর ট্রাক জাপান থেকে কেনা হয়েছে। আগামী বছর জাপান থেকে আরও ২০টি ট্রাক ক্রয় করা হবে।
 
 
৪০টি ডাম্প ও কম্প্যাক্টর ট্রাক যোগ হওয়ায় প্রতিদিন ৩৫০ টন বর্জ্য অপসারণের সক্ষমতা বৃদ্ধি পেল বলেও জানান তিনি।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত