পরিচালক সোহানুরের মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজছে পুলিশ
পরিচালক সোহানুরের মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজছে পুলিশ
রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ে সামিয়া রহমান সৃষ্টির ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। পুলিশ মৃত্যুর কারণ খুঁজে বের করতে তদন্ত করছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে তারা।
এর আগে রোববার সন্ধ্যায় দক্ষিণ যাত্রাবাড়ীর রংধনু আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে সামিয়ার লাশ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন একই থানার উপপরিদর্শক (এসআই) তামান্না আক্তারী। প্রতিবেদন থেকে জানা যায়, সামিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে স্বামী তানিমের সঙ্গে থাকতেন সামিয়া।
পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে ওই হোটেলে উঠেছিলেন। পরে হোটেল কক্ষের দরজা বন্ধ করে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এদিকে, জানালার গ্রিলের মতো নিচু জায়গায় কিভাবে ফাঁস দিলেন, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। স্বজনের কেউ কেউ বলছেন, জানালার গ্রিলের মতো নিচু জায়গায় ফাঁস দেওয়ার বিষয়টি তাদের কাছে অস্বাভাবিক লাগছে। বিষয়টি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করতে বলেছেন তারা।
পুলিশের ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাশ বলেন, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। পুলিশ গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`