মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৯ মাস পর কারামুক্ত বিএনপি নেতা শেখ রবিউল 

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:২৩, ২০ ফেব্রুয়ারি ২০২৪

৪৪৮

৯ মাস পর কারামুক্ত বিএনপি নেতা শেখ রবিউল 

প্রায় ৯ মাস পর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এ সময় মহানগর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী কারাফটকের সামনে তাকে অভ্যর্থনা জানান। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কেরানীগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।

কারামুক্তির পর শেখ রবিউল আলম রবি সাংবাদিকদের বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সফল না হওয়া পর্যন্ত রাজপথে সক্রিয় থাকবো।

তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহবানে সাড়া দিয়ে জনগণ ৭ জানুয়ারির ভোট বর্জন করেছে। পরাজিত হয়েছে আওয়ামী লীগের ব্যালট।

এর আগে সোমবার হাইকোর্ট থেকে জামিন পান বিএনপির এই নেতা। গত বছরের ২৩ মে ধানমন্ডির সিটি কলেজের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ চলাকালে রবিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে দায়ের করা হয় ১৯৩টি মামলা। ৭ জানুয়ারির নির্বাচনের আগে ২ মাসে তিনটি মামলায় তার সাড়ে ৮ বছর সাজা হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত