দয়াগঞ্জে নিতাই-ইশরাকের নেতৃত্বে পতাকা মিছিল, আটক ১০
দয়াগঞ্জে নিতাই-ইশরাকের নেতৃত্বে পতাকা মিছিল, আটক ১০
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ বন্দি নেতাকর্মীদের মুক্তি ও বিভিন্ন মামলা প্রত্যাহার এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাজধানীতে কালো পতাকা মিছিলে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে।
এর মধ্যেও দয়াগঞ্জে কালো পতাকা মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মিছিল থেকে অন্তত ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
দুপুরে দয়াগঞ্জ মোড় থেকে এ মিছিল শুরু করেন নেতাকর্মীরা। মিছিলটি দয়াগঞ্জ এলাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দেশের সব মহানগর, জেলা, উপজেলা, পৌর অর্থাৎ সব ইউনিটে আজ মঙ্গলবার কালো পতাকা মিছিল কর্মসূচি ছিল। ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর এর আগে বিএনপি দুই দিনব্যাপী কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`