মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা

অপরাজেয় বাংলা ডেস্ক

২৩:০৪, ১৬ জানুয়ারি ২০২৪

৩৬২

ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা

ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এমজিএইচ রেস্টুরেন্টস প্রাইভেট লিমিটেডের ব্র্যান্ড ন্যান্ডোস ও পেয়ালার ব্যবসায়িক কার্যক্রম সীমিত করার অভিযোগে এ জরিমানা করা হয় খাদ্য পৌঁছে দেওয়ার প্রতিষ্ঠানটিকে। 

প্রতিযোগিতা আইন ২০১২-এর ১৬ ধারা ভঙ্গ করায় তিন বছর আগের একটি মামলার রায়ে এই সিদ্ধান্ত দেওয়া হয়।  কিন্তু  যথাযথ আইন মেনে আপিল করার সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছে ফুডপান্ডা। 

মঙ্গলবার বিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের ডিসেম্বরে এমজিএইচ রেস্টুরেন্টস প্রাইভেট লিমিটেডের করা অভিযোগ ‘সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায়’ ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আরোপের ক্ষেত্রে এই অপরাধ প্রথমবার ঘটার বিষয়টি বিবেচনায় নিয়েছে কমিশন। এখন থেকে রেস্তোরাঁগুলোর সঙ্গে প্রতিযোগিতাবিরোধী কোনো চুক্তি না করার জন্য ফুডপান্ডাকে বলা হয়েছে। পাশাপাশি ফুডপান্ডার ‘কর্তৃত্বময় ও একচেটিয়া অবস্থানের অপব্যবহার রুখতে’ নির্দেশনা দেওয়া হয়েছে।

রায় দেওয়ার সময় কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, দফায় দফায় শুনানির মাধ্যমে ফুডপান্ডার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত এসেছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত