মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিমানের আসনের নিচে মিললো সাড়ে ৪ কেজি সোনা

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:৩৪, ১৩ জানুয়ারি ২০২৪

২৯৪

বিমানের আসনের নিচে মিললো সাড়ে ৪ কেজি সোনা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে তল্লাশি চালিয়ে একটি সিটের নিচ থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শনিবার (১৩ই জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তর যৌথ এ অভিযান পরিচালনা করে।

দুপুর সোয়া ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসনিম আহমেদ।

তিনি বলেন, সকাল সাড়ে আটটার পর শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট ইএ-১৫২ থেকে এসব স্বর্ণ উদ্ধার করে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

এসব স্বর্ণের পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় স্বর্ণের মূল্যের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে গণ্য হবে বলে জানান উইং কমান্ডার তাসনিম আহমেদ।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত