মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিরোধী দলের নেতা হওয়ার জন্য স্বতন্ত্র নির্বাচন করিনি: নিক্সন চৌধুরী

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:৩৩, ১০ জানুয়ারি ২০২৪

২৬৯

বিরোধী দলের নেতা হওয়ার জন্য স্বতন্ত্র নির্বাচন করিনি: নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টানা তিনবার নির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী বলেছেন, আমরা দলের বিদ্রোহী প্রার্থী, বিরোধী দলের নেতা হওয়ার জন্য স্বতন্ত্র নির্বাচন করিনি। 

প্রতিদ্বন্দ্বী কাজী জাফরউল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিজ এলাকার নৌকার মাঝির বিরুদ্ধে নির্বাচন করেছি। আমরা নৌকার পক্ষে কিন্তু নৌকার মাঝির বিরুদ্ধে। আওয়ামী লীগের নৌকাটা পেয়েছে তারা কিন্তু বৈঠাটা পেয়েছি আমরা।  

বুধবার শপথগ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নিক্সন চৌধুরী।  

তিনি বলেন, বর্তমানে যারা রাজনীতি করে, তাদের জন্য এটা একটা সিগন্যাল। বিপদে জনগণের পাশে থাকতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে। যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা সঠিকভাবে পালন করতে হবে।, না হলে রাজনীতিতে টিকা থাকা যাবে না।  

নিক্সন বলেন, আমি দুবার স্বতন্ত্রভাবে নির্বাচন করে জিতেছি। আমার দায়িত্ব পালন করেছিলাম বলেই জনগণ এবারও আমাকে ভোট দিয়ে পাশ করিয়েছে।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত