মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নাশকতাকারীদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে: আইজিপি

অপরাজেয় বাংলা ডেস্ক

১১:১০, ৭ জানুয়ারি ২০২৪

২১৩

নাশকতাকারীদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে: আইজিপি

সারা দেশে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যরা রাত থেকেই কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করছেন।

তিনি বলেন, স্পষ্টভাবে বলতে চাই, নাশকতাকারীদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, কিছু চেষ্টা করা হয়েছিল। সেগুলো প্রতিহত করা হয়েছে।

শনিবার রাতে রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

আইজিপি বলেন, ‘ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন, নিরাপত্তা দেবে পুলিশ। আশা করি উৎসবমুখর পরিবেশে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।’

আইজিপি বলেন, নির্বাচন ঘিরে কেউ নাশকতা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নাশকতাকারীর তথ্য দিলে ২০ হাজার থেকে লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যের গুরুত্বঅনুসারে সেই পুরস্কারের অর্থ ২-৩ লাখও হতে পারে। তবে তথ্যদাতার পরিচয় গোপণ রেখে নাশকতাকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত