ঢাকায় টহল দিচ্ছে দেড় শতাধিক প্লাটুন বিজিবি
ঢাকায় টহল দিচ্ছে দেড় শতাধিক প্লাটুন বিজিবি
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে রাজধানী ঢাকায় দেড় শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির এসব সদস্য ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিচ্ছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির মেজর আসিক ইকবাল।
এই কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে ঢাকা শহরে আমাদের দেড় শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। তারা সকাল থেকে কমলাপুর ও মেট্রোরেলের স্টেশন ছাড়াও বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। এখন তারা বাংলাদেশ সচিবালয়ের সামনে টহলরত অবস্থায় আছেন।
এদিকে শুক্রবার বিজিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরপর দুই দিন বিজিবি মোতায়েন ও তাদের টহল দেওয়ার বিষয়টি জানালো বিজিবি।
নির্বাচনের বাকি আর এক সপ্তাহ। এই সময়ে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশে নিয়মিত বাহিনীর পাশাপাশি পুলিশের এলিট ফোর্স র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এবং উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দেশজুড়ে মোতায়েন করা এসব বাহিনীর সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রায় ১৩ দিন ভোটের মাঠে দায়িত্ব পালন করবেন।
এদিকে শুক্রবার থেকে সশস্ত্র বাহিনী মোতায়েনের ব্যাপারে প্রথমে সিদ্ধান্ত হলেও পরে তা পেছানো হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আগামী ৩ জানুয়ারি থেকে আট দিন সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। গত ২৪ ডিসেম্বর সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রাহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই কথা বলা হয়।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`