মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

অপরাজেয় বাংলা ডেস্ক

১১:২৪, ২৯ ডিসেম্বর ২০২৩

২৭৩

ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানী ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। এদিন সকাল ১১টা ৩ মিনিটে ২১৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৫ নম্বরে আছে ঢাকা।

একই সময় ২৭৩ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ১ নম্বরে ভারতের দিল্লি। ২৫৬ স্কোর নিয়ে ২ নম্বরে চীনের উহান, ২৩০ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি ও চীনের চেংড়ু যথাক্রমে ৩ ও ৪ নম্বরে আছে। ১৯৯ ও ১৯৭ স্কোর নিয়ে ৬ ও ৭ নম্বরে আছে ভারতের কলকাতা ও ভিয়েতনামের হ্যানয়। পাকিস্তানের লাহোর, চীনের হ্যাংজৌ ও শংকিং যথাক্রমে ১৯০, ১৮৯ ও ১৮৭ স্কোর নিয়ে ৮, ৯ ও ১০ নম্বরে অবস্থান করছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত