মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবির হলে ককটেল বিস্ফোরণে আতঙ্কে শিক্ষার্থীরা

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:২৫, ২৭ ডিসেম্বর ২০২৩

২৬০

ঢাবির হলে ককটেল বিস্ফোরণে আতঙ্কে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের সামনে ককটেল বিস্ফোরণে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হলের সামনে পরপর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে হলের সামনে হঠাৎ ৪টি ককটেল বিস্ফোরণের শব্দ হয়। মুহূর্তেই ধোঁয়ায় চারপাশ কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে যায়। বিপরীত পাশের রাস্তায় চলমান একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে হলের প্রভোস্ট অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান বলেন, ‘আমি ঘুমে ছিলাম, কিছুই জানিনা। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। খবর নিয়ে দেখছি।’

জানতে চাইলে শাহবাগ থানার ডিউটি অফিসার আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত