মিছিল থেকে ঢাবি ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
মিছিল থেকে ঢাবি ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিলের দাবিতে বিএনপি ঘোষিত অবরোধের সমর্থনে মিছিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাবির অমর একুশে হল এলাকা থেকে শাখা ছাত্রদলের পক্ষ থেকে মিছিল বের করার প্রস্তুতিকালে তাদের উঠিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তুলেছে শাখা ছাত্রদল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের সভাপতি ও শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গাজী মো. সাদ্দাম হোসেন এবং শহিদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসানকে ডিবি পুলিশ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল এলাকায় (আনন্দবাজার) মিছিলের প্রস্তুতিকালে ওই এলাকা চারদিক থেকে ঘিরে ফেলে ডিবি পুলিশ। এ সময় আনন্দবাজার এলাকা থেকে ছাত্রদল নেতা গাজী সাদ্দাম ও মেহেদী হাসানকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। তবে বিভিন্ন থানায় যোগাযোগ করে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ডিবি পুলিশের হামলায় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও অমর একুশে হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পীসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম গণতন্ত্রকামী ছাত্রনেতাদের ওপর ডিবি পুলিশের অতর্কিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
নেতারা পুলিশ বাহিনীতে কর্মরত সরকারি কর্মচারীদের সরকারদলীয় ক্যাডারদের মতো আচরণ করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। পুলিশি তাণ্ডবের বিরুদ্ধে দেশের জনগণ এবং দেশি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে সোচ্চার হওয়ার আহবান জানান তারা।
সার্বিক বিষয়ে জানতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`