মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিছিল থেকে ঢাবি ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:৫১, ১২ ডিসেম্বর ২০২৩

৩১০

মিছিল থেকে ঢাবি ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিলের দাবিতে বিএনপি ঘোষিত অবরোধের সমর্থনে মিছিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাবির অমর একুশে হল এলাকা থেকে শাখা ছাত্রদলের পক্ষ থেকে মিছিল বের করার প্রস্তুতিকালে তাদের উঠিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তুলেছে শাখা ছাত্রদল। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের সভাপতি ও শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গাজী মো. সাদ্দাম হোসেন এবং শহিদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসানকে ডিবি পুলিশ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। 

শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল এলাকায় (আনন্দবাজার) মিছিলের প্রস্তুতিকালে ওই এলাকা চারদিক থেকে ঘিরে ফেলে ডিবি পুলিশ। এ সময় আনন্দবাজার এলাকা থেকে ছাত্রদল নেতা গাজী সাদ্দাম ও মেহেদী হাসানকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। তবে বিভিন্ন থানায় যোগাযোগ করে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ডিবি পুলিশের হামলায় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও অমর একুশে হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পীসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। 

শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম গণতন্ত্রকামী ছাত্রনেতাদের ওপর ডিবি পুলিশের অতর্কিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। 

নেতারা পুলিশ বাহিনীতে কর্মরত সরকারি কর্মচারীদের সরকারদলীয় ক্যাডারদের মতো আচরণ করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। পুলিশি তাণ্ডবের বিরুদ্ধে দেশের জনগণ এবং দেশি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে সোচ্চার হওয়ার আহবান জানান তারা। 

সার্বিক বিষয়ে জানতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত