মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাবেক আইজিপি মো. নূরুল আনোয়ার মারা গেছেন

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:৪৮, ১০ ডিসেম্বর ২০২৩

২৮৩

সাবেক আইজিপি মো. নূরুল আনোয়ার মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা সাবেক আইজিপি, লেখক ও নিরাপত্তা বিশ্লেষক নূরুল আনোয়ার (৭৩) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ... রাজিউন। রোববার ভোর সাড়ে ৪টায় রাজধানীর ল্যাবএইড ক্যানসার হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেমেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নুরুল আনোয়ার ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রামের সীতাকুন্ডের বাড়বকুন্ডে জন্মগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেওয়ার পর ১৯৭৩ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসাবে যোগ দেন। তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সদর দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মরহুমের জানাজা রোববার সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে শহিদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মরহুমের আত্মীয়স্বজন। 

জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইজিপি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। 

এছাড়া বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। একটি সুসজ্জিত পুলিশদল মরহুমকে ফিউনারেল গার্ড দেন। রোববার বাদ আসর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত