মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খিলগাঁওয়ে বিআরটিসি বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট

১১:৪৭, ৬ ডিসেম্বর ২০২৩

২৬৪

খিলগাঁওয়ে বিআরটিসি বাসে আগুন

বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ চলাকালে রাজধানীর খিলগাঁওয়ে বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে খিলগাঁওয়ের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন।

বিআরটিসির ওই বাসটি অগ্রণী ব্যাংকের স্টাফদের যাতায়াতের জন্য ব্যবহার করা হতো।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, সকাল সাড়ে আটটার দিকে খিলগাঁওয়ে বাসে আগুন লাগার খবর পাই। পরে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে দেখে স্থানীয়ভাবে অগ্নিনির্বাপণ করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার ভোর ৬টা থেকে দশম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। যা চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত