শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ || ১৯ পৌষ ১৪৩১ || ২৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাকা-১১ আসনে নৌকা পেতে মনোনয়ন জমা দিলেন সাকিবুর

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:০৬, ২৩ নভেম্বর ২০২৩

৭৭৫

ঢাকা-১১ আসনে নৌকা পেতে মনোনয়ন জমা দিলেন সাকিবুর

ঢাকা-১১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সাকিবুর রহমান সাকিব। মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন তিনি। এর আগে গত শনিবার তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সাকিবুর রহমান বলেন, ‘আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করতে চাই। বঙ্গবন্ধুর আদর্শে দেশের মানুষের সেবা করাই আমার ব্রত।’

সাকিবুর রহমান সাকিবের শুরুটা ছাত্ররাজনীতি দিয়ে। তিনি রমনা থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত