মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজধানীতে ৩ বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট

২২:০১, ৪ নভেম্বর ২০২৩

৩৭০

রাজধানীতে ৩ বাসে আগুন

বিএনপির দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচির আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর কয়েকটি এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। অবরোধের সমর্থনে এদিন বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা রাস্তায় নেমে আসেন। তারা যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন। এ সময় একাধিক যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। 

নিউমার্কেট থানা পুলিশ জানায়, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টার ও নিউমার্কেটসংলগ্ন গাউসিয়া মার্কেটের সামনে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

নিউমার্কেট থানার ওসি শফিকুল গনি সাবু বলেন, দুর্বৃত্তরা আকস্মিক বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্তের চেষ্টা করা হচ্ছে। দুর্বৃত্তরা যাতে জনসাধারণের জানমালের ক্ষতি করতে না পারে সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। 

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সায়েদবাদ এলাকাতেও একটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। তবে এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। 

প্রসঙ্গত সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে দ্বিতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে রোববার। এতে সড়ক, রেল, নৌ এবং আকাশপথে যান চলাচল বন্ধের কথা বলা হয়েছে। 

এর আগে তাদের প্রথম দফার চারদিনের অবরোধ কর্মসূচি শেষ হয় বৃহস্পতিবার। এছাড়া ২৮ অক্টোবর থেকে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠা ঢাকার রাজপথে ইতোমধ্যে বেশ কয়েকজনের প্রাণহানিও ঘটেছে।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত