নিউমার্কেটে আজ দুপুরেও হাঁটুপানি
নিউমার্কেটে আজ দুপুরেও হাঁটুপানি
পুরো নিউমার্কেট এলাকার চিত্র আজকে একেবারেই প্রতিদিনের থেকে ভিন্ন। নিউমার্কেটসহ আশপাশের এলাকা এখন পানির নিচে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হওয়া বৃষ্টিতে রাজধানীতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্ট হয়।
নিউমার্কেটসহ রাজধানীর অনেক এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। নিউমার্কেটে হাঁটুসমান পানি দেখা গেছে। জলাবদ্ধতার কারণে সংশ্লিষ্ট এলাকায় নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বৃষ্টি শেষ হওয়ার ১২ ঘণ্টা পরও পানি না নামায় ক্ষোভ প্রকাশ করেছেন নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনের সড়ক পানিতে ডুবে থাকতে দেখা যায়। রিকশা, ভ্যানে করে কোনোমতে এই এলাকা পার হচ্ছিলেন লোকজন। নিউমার্কেটের ভেতরের অবস্থা আরও করুণ। ভেতরে হাঁটুপানি থইথই করছিল।
নিউমার্কেটের ব্যবসায়ীরা জানান, গতকাল রাতের বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোনো কোনো দোকানের ভেতরে পর্যন্ত পানি ঢুকে যায়। নিউমার্কেটের ভেতরের পানি এখনো নামেনি। পানি না নামায় তারা দুর্ভোগ পোহাচ্ছেন। ব্যবসার ক্ষতি হচ্ছে।
সকালে নিউমার্কেটের অনেক দোকানিকে কাপড়সহ অন্যান্য জিনিসপত্র বাইরে বের করে শুকানোর চেষ্টা করতে দেখা যায়। অনেকে আবার সেচ দিয়ে দোকান থেকে পানি বের করেন।
নিউমার্কেটের ভেতরে পানি থাকায় সকাল ১০টার পরও মার্কেটের দুই নম্বর গেট বন্ধ ছিল। পানি জমে থাকার কারণে ক্রেতারা নিউমার্কেটের ভেতর ঢুকতে পারছিলেন না।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`