রাজধানীতে ২ জনের লাশ উদ্ধার
রাজধানীতে ২ জনের লাশ উদ্ধার
রাজধানীর কমলাপুর এলাকা ও নটর ডেম কলেজের সামনে ফুটপাত থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা ও সাড়ে ৩টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য বর্তমানে লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) অনিল চন্দ্র রায় জানান, ‘খবর পেয়ে নটর ডেম কলেজের সামনের ফুটপাত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
অন্যদিকে, মতিঝিল থানার কমলাপুর ৬ রেলগেটের বিপরীত সাইডের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র রায় বলেন, ‘খবর পেয়ে কমলাপুর ৬ নম্বর রেলগেটের বিপরীত পাশের ফুটপাত থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে।’
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`