শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে বিআরটিসির ৭৯ বাস

স্টাফ করেসপন্ডেন্ট

২১:৪৯, ৩ সেপ্টেম্বর ২০২৩

৩৫২

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে বিআরটিসির ৭৯ বাস

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি)। সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে প্রাথমিকভাবে এক্সপ্রেসওয়েতে ৭৯টির মতো বাস চলাচল করবে।

রোববার (৩ সেপ্টেম্বর) বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

মো. তাজুল ইসলাম বলেন, গাজীপুর থেকে আসা বিআরটিসির এসব বাস কাওলা থেকে এক্সপ্রেসওয়েতে উঠে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলাচল করবে। তবে এসব বাসে চলাচলকারী যাত্রীরা মাঝপথে নামতে পারবে না।

বাসভাড়া নিয়ে বিআরটিসির চেয়ারম্যান বলেন, বর্তমান তালিকা অনুযায়ী ভাড়া নেওয়া হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাত্রীর সংখ্যা বাড়লে ভবিষ্যতে এসি বাস চালানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-ফার্মগেট অংশের উদ্বোধন করেন। আজ সকাল ৬টা থেকে এক্সপ্রেসওয়ের এই অংশে যানবাহন চলাচল শুরু হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত