বিদেশিদের হাতে নয়, ক্ষমতার ট্রাম্পকার্ড জাতীয় পার্টি: বাবলা
বিদেশিদের হাতে নয়, ক্ষমতার ট্রাম্পকার্ড জাতীয় পার্টি: বাবলা
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, অনেকেই ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে ধরনা দেয়। কিন্তু ক্ষমতায় নেওয়ার মালিক এ দেশের জনগণ, যারা লাঙ্গলে ভোট বিপ্লব ঘটানোর জন্য অপেক্ষায় রয়েছেন। তাই বিদেশিদের হাতে নয়, বরাবরের মতো এবারো ক্ষমতায় যাওয়ার ট্রাম্পকার্ড জাতীয় পার্টির হাতে।
শুক্রবার বিকালে নিজ নির্বাচনী এলাকা কদমতলী থানার জুরাইন বিড়ি ফ্যাক্টরি সড়কে ৫২ ও ৫৩নং ওয়ার্ড জাতীয় পার্টি অয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবলা বলেন, আমাদের পার্টির চেয়ারম্যান সময়ের সাহসী সন্তান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে। আর জনগণের ভোটে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে।
বাবলা বলেন, জাতীয় পার্টি অবশ্যই অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও সহিংসতামুক্ত জাতীয় নির্বাচন চায়। এজন্য যেকোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রের সুপরামর্শ আমাদের সহায়ক হতে পারে। তবে আমরা দেখছি, জাতীয় নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা খেলাধুলা চলছে। বহু পরাশক্তিধর রাষ্ট্র নির্বাচন নিয়ে নানা প্রেসক্রিপসন দিচ্ছে। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদের যদি কারো প্রেসক্রিপসনে চলতে হয়, তা হবে জাতির জন্য লজ্জাকর।
তিনি বলেন, বলতে দ্বিধা নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার নির্বাচনী এলাকাসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। মানুষ অবশ্যই উন্নয়ন চায়, তবে তার আগে পেটে ভাত চায়।
৫৩নং জাপার সভাপতি এসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, কদমতলী থানা জাপার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, কদমতলী থানা জাতীয় পার্টির সহ-সভাপতি জুয়েল ওসমান, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সুমন, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন মিন্টু, ৫২নং ওয়ার্ড জাপার সভাপতি হাসান আলী, ৫৩নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক শাহ আলম, কদমতলী থানা যুব সংহতির সভাপতি সজিব আহমেদ, কদমতলী থানা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন যুবরাজ, কদমতলী থানা মহিলা পার্টি সমস্য সচিব শাম্মি আক্তার, যুগ্ম আহবায়ক পারুল আক্তার।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`