শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকার সভাপতি মামুন সম্পাদক সবুজ

অপরাজেয় বাংলা ডেস্ক

১৪:৪৮, ২৫ আগস্ট ২০২৩

৩১৩

চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকার সভাপতি মামুন সম্পাদক সবুজ

চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার (সিজেএফডি) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৩-’২৪ মেয়াদের জন্য ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 

রাজধানীর বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের রায়ে এ কমিটি নির্বাচিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি লাইফ টিভির সম্পাদক আনোয়ার হক। 

এছাড়া সিজেএফডি কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দীপ্ত টিভির সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট আহাদ হোসেন টুটুল। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির রিপোর্টার মাহমুদুল হাসান পারভেজ।

অর্থসম্পাদক দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মেসবাহুল হক, দপ্তর সম্পাদক দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার মো. আল আমিন এবং প্রচার-প্রকাশনা ও গবেষণা সম্পাদক হয়েছেন দেশটিভির রিপোর্টার নুপুর মাহমুদ। কার্যনির্বাহী সদস্য হয়েছেন আরটিভির সাবেক বার্তাসম্পাদক ও লাইফ টিভির সম্পাদক আনোয়ার হক, দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র সাব-এডিটর ফেরদৌস মোবারক, ঢাকা প্রকাশের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম, মুহূর্ত নিউজের সম্পাদক শাহনাত হোসেন মাসুম বাবু, মাইটিভির নিউজ প্রেজেন্টার মেমরি জাহান সিমু ও নক্সী ডট টিভির সম্পাদক মো. মামুনুর রশিদ। 

উল্লেখ্য, ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও জেলার নাগরিকদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি নিয়ে ২০১৪ সালে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্টস ফোরাম, ঢাকা প্রতিষ্ঠিত হয়।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত