শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নয়াপল্টনে স্লোগান দিতে দিতে বিএনপির নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

২২:২৯, ২৮ জুলাই ২০২৩

২৯১

নয়াপল্টনে স্লোগান দিতে দিতে বিএনপির নেতার মৃত্যু

মিছিলের নেতৃত্ব দিয়ে ফকিরাপুল আসতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেন। সেখানে সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ট্রোক করে তিনি মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

মৃত্যুকালে বিএনপি নেতা মাহমুদুর রহমানের বয়স হয়েছিল প্রায় ৬২ বছর। পরিবার নিয়ে শহরের ডন চেম্বার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিন ছেলে, ছয় ভাই ও তিন বোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
 
তার মৃত্যুর বিষয়ে মাহমুদুর রহমানের ছোট ভাই অপটিক্যাল ব্যবসায়ী মো. মাসুম বলেন, আমার মেয়ে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে তার চাচাকে ফোন করে রেজাল্টের খবর জানায়। এরপর আমিও মাহমুদ ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলি। তিনি জানালেন ঢাকায় পৌঁছে গেছেন। একটু পরপর মিছিল নিয়ে সমাবেশে যোগ দিবেন। এর মাত্র দশ মিনিট পরেই খবর পাই আমার ভাই মিছিলে মারা গেছেন। 

মাহমুদের ছোট ভাই মাসুম কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, দুই বছর আগে ভাবি হার্ট এ্যাটাকে মারা যাওয়ার পর থেকে তিনিও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্ত্রীর মৃত্যু শোকে তিনি নিজেও হার্ট এ্যাটাক করেন। এরপর থেকে হৃদরোগে ভুগছিলেন। মাহমুদ ভাই ছিলেন আমাদের পরিবারের অভিভাবক। পারিবারিক যে কোনো ব্যাপারে আমরা তার ওপর নির্ভরশীল ছিলাম এবং তার পরামর্শ মতো কাজ করতাম। ভাইকে হারিয়ে আমাদের পুরও পরিবার অসহায় হয়ে পড়েছে। আমরা এই মৃত্যু শোক কোনোভাবেই সহ্য করতে পারছি না।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত