শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিমানবন্দরের টয়লেটে মিলল ২ কেজি সোনা

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:৫৬, ২৮ জুলাই ২০২৩

৩৫১

বিমানবন্দরের টয়লেটে মিলল ২ কেজি সোনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে দুই কেজি ১০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের ভেতরে টিজিআর গুদামের নিকট টয়লেট থেকে এসব সোনা উদ্ধার করা হয়। 

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টিজিআর গুদামের নিকট টয়লেটে অভিযান চালানো হয়। এ সময় টয়লেটের পানি নির্গমন পাইপের মুখ থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি ডিম্বাকৃতির নীল রঙের স্কচটেপে মোড়ানো সোনার তরল পেস্ট করা সোনা উদ্ধার করা হয়। 

উদ্ধার করা সোনার ওজন প্রায় দুই কেজি ১০০ গ্রাম। বিশেষজ্ঞদের মতে পেস্ট করা সোনা থেকে তরল বাষ্পীভূত হলে প্রতি ১০০ গ্রাম সোনা থেকে ৯.৫০-১০ গ্রাম ওজন কমে যেতে পারে। এ ক্ষেত্রে জব্দকৃত সোনার ওজন কমে আনুমানিক ১ কেজি ৮৯০ গ্রাম হতে পারে, যার আনুমানিক বাজারদর প্রায় ১ কোটি ৮৯ লাখ টাকা। উদ্ধার করা সোনাগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।

এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত