রোববার   ০১ ডিসেম্বর ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রোহিঙ্গা প্রত্যাবাসনে রেড ক্রসের আরও সহযোগিতা কামনা মোমেনের

স্টাফ করেসপন্ডেন্ট

২১:৩৪, ১০ জুলাই ২০২৩

৩৭৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে রেড ক্রসের আরও সহযোগিতা কামনা মোমেনের

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ রোহিঙ্গাদের তাদের আদি দেশ মিয়ানমারে নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) থেকে আরও সহযোগিতার ওপর জোর দিয়েছেন।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নবনিযুক্ত আইসিআরসি প্রতিনিধিদলের প্রধান অ্যাগনেস ধুর এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কাছে তার প্রমাণপত্র পেশ করার সময় তিনি এই আহ্বান জানান। 

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে কোভিড-১৯ মহামারী চলাকালীন আইসিআরসি-এর ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশের শান্তি-কেন্দ্র্রিক পররাষ্ট্রনীতির উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইসিআরসি একটি বিশ্বস্ত আন্তর্জাতিক সংস্থা। বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করতে তিনি সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি প্রশংসার সাথে স্মরণ করেন যে আইসিআরসি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশী নাগরিকদের মানবিক সহায়তা এবং সমর্থন দিয়েছিল।

তিনি বাংলাদেশে তার দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন।

আইসিআরসি প্রতিনিধি দলের প্রধান পররাষ্ট্রমন্ত্রীকে কারাগারের অবস্থার উন্নতি, স্যানিটেশন এবং পানীয় জলের বিষয়ে বাংলাদেশে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিনি আগামী বছরগুলোতে বাংলাদেশ ও আইসিআরসি’র মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত