রোববার   ০১ ডিসেম্বর ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজধানীতে বাসের চাপায় ২ নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৫৫, ১ জুলাই ২০২৩

৩৫৪

রাজধানীতে বাসের চাপায় ২ নারীর মৃত্যু

রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কে বাসের চাপায় পথচারী দুই নারী প্রাণ হারিয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর থানার জসিমউদ্দিন সড়কে জিনজিয়ান রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন- মিনারা খাতুন (৫৫) এবং মনি বেগম (৩৫)। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে, তাদের একজন পোশাক কর্মী এবং অন্যজন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। 

খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া।

তিনি জানান, রাস্তা পার হওয়ার সময় টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান দুই পথচারী নারী। দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে আটক করার পাশাপাশি চালক শাহিনকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত