রোববার   ০১ ডিসেম্বর ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও এর সুপ্ত বীজ রয়ে গেছে: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট

১২:৫১, ১ জুলাই ২০২৩

৩০৯

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও এর সুপ্ত বীজ রয়ে গেছে: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও এর সুপ্ত বীজ রয়ে গেছে।’ শনিবার (১ জুলাই) সকালে রাজধানীর গুলশানে হলি আর্টিসান জঙ্গি হামলায় শহীদ দুই পুলিশ সদস্যের ম্যুরালে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘জেএমবি, নব্য জেএমবিসহ জঙ্গিবাদ নাই বললেও চলে। তবে জঙ্গিবাদের সুপ্ত বীজ লুকিয়ে থাকতে পারে। নতুন কয়েকটি জঙ্গি সংগঠন তৈরি করার চেষ্টা করা হয়েছিল। এই সংগঠনের ডাকে অনেক তরুণ হিজরত করেছিলেন, পাহাড়ে প্রশিক্ষণ নিয়েছিলেন। আমাদের পুলিশ, র‍্যাব তাদের অনেককে গ্রেপ্তার করেছে। আবার অনেকে ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করেছেন। আমরা কয়েকদিন আগেও শারক্বীয়ার প্রধানকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আশা করছি, যে নামেই আসুক না কেন তারা বাংলাদেশ স্থান পাবে না।’

ডিএমপি কমিশনার বলেন, ‘এটিইউ, সিটিটিসি ও র‍্যাব জঙ্গিদের বিরুদ্ধে অনবরত কাজ করে যাচ্ছে। জঙ্গিদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও খোঁজখবর নেওয়ার কাজ করছে। এছাড়া জঙ্গিবাদের বিষয়ে মানুষজনকে সচেতন করার লক্ষ্যে আমরা বিভিন্ন সময় নানা কর্মসূচি হাতে নিয়েছি এবং করেছি। যাদের দু-চারজন ভুল পথে যাওয়ার চিন্তাভাবনায় ছিল, তাদেরকে যদি ইসলামের সঠিক আদর্শটা তুলে ধরতে পারি, আমাদের বিভিন্ন মাওলানা সাহেব ও বিজ্ঞ আলেম সমাজ যারা আছেন তারও বিভিন্ন ধর্মসভায় জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছেন। আশা করছি, এভাবে আমাদের যে মুষ্টিমেয় তরুণ ছেলে-মেয়ে বিপথে গিয়েছিল, তারা ফিরে আসবে।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত