রোববার   ০১ ডিসেম্বর ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য সরানোর আশ্বাস ঢাকার দুই মেয়রের

অপরাজেয় বাংলা ডেস্ক

১২:১১, ২৯ জুন ২০২৩

৩৪৭

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য সরানোর আশ্বাস ঢাকার দুই মেয়রের

ঈদের দিন রাজধানীতে বৃষ্টি আর জলবদ্ধতার সঙ্গে কোরবানির পশুর বর্জ্যের যথেচ্ছ অবস্থা থেকে ২৪ ঘণ্টার মধ্যে নগরবাসীকে পরিত্রাণ দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকার দুই মেয়র।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আশ্বাস দেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র ।

দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঈদের দিনে তৈরি হওয়া বর্জ্য অপসারণে দক্ষিণ সিটির সাড়ে ৩০০ সরঞ্জাম কাজ করবে। আশা করছি, ২৪ ঘণ্টার মধ্যে আজ তৈরি হওয়া পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।’

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘তার সিটি করপোরেশনে ১১ হাজার কর্মী নিযুক্ত রয়েছে কোরবানির বর্জ্য সরানোর কাজে ‘পাশাপাশি বর্জ্য অপসারণে নগরবাসীরও সহযোগিতা কামনা করেছেন তিনি।

বৃহস্পতিবার দেশজুড়ে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। ঈদের নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি দিচ্ছে মুসলমান সম্প্রদায়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত