রোববার   ০১ ডিসেম্বর ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মোহাম্মদপুরে আগুনে মারা যাওয়া ব্যক্তি বঙ্গবন্ধুর এডিসি ছিলেন

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৪৬, ২৮ জুন ২০২৩

৪৪১

মোহাম্মদপুরে আগুনে মারা যাওয়া ব্যক্তি বঙ্গবন্ধুর এডিসি ছিলেন

রাজধানীর মোহাম্মদপুরে ভবনে আগুন লেগে মারা যাওয়া মোশাররফ হোসেন (৮০) স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এডিসির দায়িত্ব পালন করেছিলেন। মৃতের ভাতিজা ফারদিন সফিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মোশাররফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ারে। তিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজের পেছনে শাহজাহান রোডের একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

ফারদিন সফিক বলেন, তার চাচা বঙ্গবন্ধুর এডিসির দায়িত্ব পালন করেছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি দেশের বাইরে চলে যান। মোশাররফ হোসেন বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। পঁচাত্তর ট্রাজেডির পর তিনি চাকরি ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন, ফেরেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রেসিডেন্সিয়াল মডেল কলেজের পেছনে শাহজাহান রোডের যে ভবনে আগুন লেগেছিল, তার পঞ্চম তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন মোশাররফ হোসেন। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর ওই ফ্ল্যাট থেকে মোশাররফ হোসেনের লাশ উদ্ধার করে। ওই ফ্ল্যাটে তিনি, তার স্ত্রী এবং এক ভাতিজা থাকতেন।

স্বজনের বরাত দিয়ে দিয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, রাতে আগুন লাগার সময় মোশাররফ হোসেন একটি রুমের দরজা লাগিয়ে ভেতরে ছিলেন। তার স্ত্রী-ভাতিজা দরজা ধাক্কাধাক্কি করার পরও তিনি খোলেননি। এর মধ্যে আগুন ভয়াবহ রূপ নিলে দুজন নিচে নেমে আসেন বলে জানান তিনি। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত