রোববার   ০১ ডিসেম্বর ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজধানীর মোহাম্মদপুরে আগুন, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট

১১:১২, ২৮ জুন ২০২৩

৩৫১

রাজধানীর মোহাম্মদপুরে আগুন, নিহত ১

রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি বহুতল আবাসিক ভবনের পাঁচতলায় অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণকাজে যুক্ত হয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। ১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একজন নিহত হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ভবনের প্রায় সবাইকে বের করে আনা হয়েছে। একজনের মরদেহ বের করে আনা হয়েছে, তবে তার শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। আগুনের সূত্রপাতের কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত