রোববার   ০১ ডিসেম্বর ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

২৩:৩৪, ২২ জুন ২০২৩

৩২৫

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে বাড্ডার আফতাবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

মৃত ব্যক্তিরা হলেন– রবিউল ইসলাম (৩০), সুমন হোসেন (৩২) ও কামাল হোসেন (৩০)। আহতের নাম মো. সাইদ হাসান (২৫)।

মো. বাচ্চু মিয়া জানান, ‘গুরুতর অবস্থায় সহকর্মীরা তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ১টায় রবিউল ইসলাম ও সুমন হোসেনকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় চিকিৎসাধীন কামালের মৃত্যু হয়। মৃতদেহ তিনটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত