রোববার   ০১ ডিসেম্বর ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৩ জুন থেকে বাংলাদেশ-ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা

অপরাজেয় বাংলা ডেস্ক

১০:৩১, ২১ জুন ২০২৩

৫০৫

২৩ জুন থেকে বাংলাদেশ-ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা

ঢাকার রাজকীয় ভুটানি দূতাবাস প্রথমবারের মতো ঢাকায় ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলার আয়োজন করছে। আসছে ২৩ জুন শুরু হয়ে ২৫ জুন পর্যন্ত রাজধানীর গুলশানের শু্যটিং ক্লাবে এই মেলা অনুষ্ঠিত হবে। বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ভুটানের রাজকীয় সরকারের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায়, ভুটান কান্ট্রি অফিস অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সহায়তায় আয়োজিত হচ্ছে।

ভুটান এবং বাংলাদেশ ৬ই ডিসেম্বর ২০২০-এ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করেছে। তবে, করোনা মহামারির কারণে দুই দেশ চুক্তির মাধ্যমে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি।  এই লক্ষ্যে, আমাদের দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য এই ঐতিহাসিক চুক্তির বিধানগুলিকে আরও সহজতর করার প্রাথমিক উদ্দেশ্য নিয়ে ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা ২০২৩-এর আয়োজন করা হয়েছে। "ভুটানে বেড়ে ওঠার জন্য বিনিয়োগকারী, প্রযোজক, ব্যবসায়ী এবং ভোক্তাদের মধ্যে  মিলবন্ধন" থিম রাখার মাধ্যমে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ার দুই দেশের ব্যবসা, উদ্যোক্তা এবং পরিষেবা প্রদানকারীদের নেটওয়ার্ক তৈরি করতে সুযোগগুলি অন্বেষণ করার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম প্রদান করবে এবং বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করবে।

এই উদ্যোগের গুরুত্ব বিবেচনা করে,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ২৩ জুন ২০২৩ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মত হয়েছেন। অন্যান্য অতিথিদের মধ্যে আবাসিক মিশন/দূতাবাসের প্রধান, ব্যবসার চেয়ারপারসন, শীর্ষ ব্যবসায়িক সংস্থার নির্বাহী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন। ভুটানের রাজকীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা এবং খাদ্য ও কৃষি সংস্থার ভুটান কান্ট্রি অফিসের বিশেষজ্ঞরাও এই মেলায় অংশ নেবেন। বাণিজ্য ও বিনিয়োগ মেলার পাশাপাশি, ভুটানের বিশেষজ্ঞরা ভুটানে বিনিয়োগের সুযোগ এবং বিশেষ করে কৃষি-খাদ্য ব্যবস্থা নিয়ে সেমিনারও আয়োজন করবেন। সেমিনারগুলি ২৩ - ২৫ জুন ২০২৩ পর্যন্ত মেলার স্থানে অনুষ্ঠিত হবে।

ভুটানের প্রায় ২৫টি কোম্পানি মেলায় অংশগ্রহণ করবে, ভুটানে তৈরি এবং ভুটানে উৎপাদিত প্রিমিয়াম মানের পণ্যের বিস্তৃত পরিসর প্রদর্শন করবে। বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইট www.bhutantradeshow.com এ পাওয়া যাবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন  মিঃ রিনচেন কুয়েনসিল, রাষ্ট্রদূত; মিঃ কেনচো থিনলে, কাউন্সেলর (বাণিজ্য); জনাব জিগড্রেল ওয়াই শেরিং, কাউন্সেলর (রাজনৈতিক), মিসেস শেরিং চোকি (অর্থ) এবং মিসেস পেমা সেলডন, দ্বিতীয় সচিব।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত